ইতিবাচক ধারায় পুঁজিবাজার লেনদেন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চলতি সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২০ দশমিক ৮৫ পয়েন্ট।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২০ দশমিক ৯০ পয়েন্ট। আজ ডিএসই ও সিএসইতে সূচক এবং লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৮ লাখ টাকা। ইতিবাচক ধারায় পুঁজিবাজার লেনদেন হয়েছে, যা ২০২২ সালের ২৫ সেপ্টেম্বরের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
অর্থাৎ ১৬ মাস পর আবারও পুঁজিবাজার চাঙ্গা হয়ে উঠেছে ।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ এর আগের দিনের তুলনায় শূন্য দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ দশমিক পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৮ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১২০ দশমিক ৯০ বেড়ে ১৮ হাজার ২৯৫ পয়েন্টে অবস্থান করছে।