ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অনলাইন পেমেন্ট সমাধানে ইবিএলের সঙ্গে বিকাশের চুক্তি

অনলাইন পেমেন্ট সমাধানে  ইবিএলের সঙ্গে বিকাশের চুক্তি

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ সম্প্রতি বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর অধীনে ইবিএল তাদের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ইবিএল কানেক্টের মাধ্যমে হোস্ট-টু-হোস্ট কানেক্টিভিটিসহ বিকাশকে অনলাইন পেমেন্ট সমাধান প্রদান করবে। এর ফলে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই বিকাশের অনলাইন লেনদেন আরো কার্যকরী ও ঝামেলামুক্ত হবে। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি সম্পাদন করেন। বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির তার বক্তব্যে বলেন, ‘বিকাশ তার গ্রাহক ও পার্টনারদের অধিকতর সুরক্ষা প্রদানের লক্ষ্যে সর্বদা সর্বশ্রেষ্ট প্রযুক্তি ব্যবহার করে থাকে, যার ফলে অধিকতর দক্ষতা নিশ্চিত হয়। আমরা আনন্দিত যে ইবিএল কানেক্টের অনলাইন পেমেন্ট সমাধান বিকাশ এবং তার স্টেকহোল্ডারদের পরিচালন দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করবে। ভবিষ্যতেও এই জাতীয় পারস্পরিক সহযোগিতা কার্যকরী ও আধুনিক আর্থিক পণ্য ও সেবা আনয়নে আরও অনেক সুযোগ সৃষ্টি করবে।’

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, ‘আজকের এই চুক্তির মাধ্যমে ইবিএল ই-কানেক্ট এবং আমাদের সার্বিক সেবার ওপর বিকাশের আস্থার প্রতিফলন ঘটেছে। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা পারস্পারিক সহযোগিতাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাচ্ছি। আমাদের দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার আরো সুযোগ রয়েছে এবং আমি মনে করি আমাদের নিজেদের এবং গ্রাহকদের স্বার্থে সেই সহযোগিতার ক্ষেত্রগুলো অনতিবিলম্বে খুঁজে বের করার কাজ শুরু করা প্রয়োজন।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের প্রধান আর্থিক কর্মকর্তা মইনুদ্দিন রাঘির; ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাহিন; উপব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট বিভাগ প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী; ট্রানজেকশন ব্যাংকিং প্রধান মোঃ জাবেদুল আলম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত