বিমানের রোম ফ্লাইটের টিকিট বিক্রি শুরু
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রোমণ্ডঢাকা রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ৫ মিনিটে বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রির জন্য টিকিটগুলো উন্মুক্ত করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রোমের উদ্দেশ্যে বিমানের প্রথম ফ্লাইট যাত্রা করবে। নতুন রুট উপলক্ষ্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে চলতি বছর ২৬ মার্চের মধ্যে বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড ইএজঙগঊ১৫ ব্যবহার করে ১৫ শতাংশ ছাড়া পাওয়া যাবে। এ ছাড়া বিমান কলসেন্টার, নিজস্ব টিকিট কাউন্টার ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনলে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়া ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সপ্তাহে প্রতি সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইট বিজি ৩৫৫ স্থানীয় সময় রাত ২টায় রোমের উদ্দেশ্যে যাত্রা করে রোমে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭টায়। একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল ৮টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত ১১টা ৪৫ মিনিটে।