ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়া-ইউরোপে জাহাজপথের খরচ বাড়ল ৪ গুণ

এশিয়া-ইউরোপে জাহাজপথের খরচ বাড়ল ৪ গুণ

লোহিত সাগরে ইয়েমেনের হুথিদের চলমান আক্রমণের জন্য অধিকাংশ মালবাহী জাহাজকে তাদের রুট পরিবর্তন করতে হয়েছে। এতে চীন থেকে ইউরোপে পণ্য পৌছাতে প্রায় ৪০০ শতাংশ খরচ বেড়েছে এবং ১০ থেকে ১৫ দিনের মতো বেশি সময় লাগছে বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন (ইউ) কমিশনার পাওলো গেন্তিলোনি। গতকাল শনিবার রাশিয়ান সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, জাহাজগুলো এখন আফ্রিকার কেপ অব গুড হোপের আশপাশে ঘুরে দীর্ঘ রুট হয়ে চলে যাচ্ছে। ইউ কমিশনার পাওলো গেন্তিলোনি আরো বলেন, বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ এই নৌপথের সংকট আশা করি ইউ-এর মুদ্রাস্ফীতিতে প্রভাব ফেলবে না। তবে সরবরাহ আরও বাধার সম্মুখীন হলে পণ্যের দাম বাড়তে পারে। ইসরাইল-হামাসের যুদ্ধের জেরে গত অক্টোবর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মালবাহী জাহাজগুলোকে আক্রমণ ও দখলে নিচ্ছে। এজন্য বিশ্বের বড় নৌ পরিবহন প্রতিষ্ঠানগুলো সুয়েজ ক্যানেল ব্যবহারের পরিবর্তে আফ্রিকার দক্ষিণাঞ্চলের নৌপথ ব্যবহার করছে।

ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীরা লোহিত সাগরের কার্গো জাহাজগুলোকে রক্ষার জন্য একটি নৌমিশন পরিচালনার জন্য সম্ভাব্য চুক্তিতে পৌঁছায়। নেদারল্যান্ডের করা আবেদনে জার্মানি, ফ্রান্স এবং ইতালি এই প্রস্তাব উপস্থাপন করে। ইউ’র পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জোসেপ বোরেল জানায়, মিশনটি আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত