ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পিপলস ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক হলেন দিলশাদ আহমেদ

পিপলস ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক হলেন দিলশাদ আহমেদ

দেশের শীর্ষ বিমা প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালক নিযুক্ত হয়েছেন দিলশাদ আহমেদ। প্রতিষ্ঠানটির ষষ্ঠ এনআরসি কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ সরকারের বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইদরা) আগামী তিন বছরের জন্য এ নিয়োগ প্রদান করেছে। গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪৩১তম পরিচালনা পরিষদের বোর্ড সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন দিলশাদ আহমেদ। আহমেদ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও সিইও দিলশাদ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। প্রোডাক্ট ব্র্যান্ডিংয়ে অভিজ্ঞ দিলশাদ আহমেদের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ২০০৬ সালে দেশের সেরা দশ এজেন্সি অ্যাওয়ার্ড অর্জন করেন। বিজনেস নেটওয়ার্কিং নিয়ে বিশ্বসেরা ভারতীয় প্রতিষ্ঠান স্টিলমিন্টের পার্টনার হিসেবে দিলশাদ আহমেদ দেশে এ পর্যন্ত ৪টি আন্তর্জাতিক স্টিল কনফারেন্স আয়োজন করেছেন। এর প্রতিটি কনফারেন্সে ২৫টির অধিক দেশের ৫০০ ডেলিগেটস অংশগ্রহণ করেন। এছাড়া দিলশাদ আহমেদ গ্লোবাল স্কলার স্কুল অ্যান্ড কলেজ ট্রাস্ট্রি বোর্ডের মেম্বার সেক্রেটারি ও স্টার ল্যব, চট্টগ্রামের পরিচালক। তিনি রোটারি ইন্টারন্যশনালের সদস্য ও পল হ্যারিস ফেলো (পিএইচএফ)। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত