মিশ্র প্রবণতায় এশিয়ার বাজার

থাইল্যান্ড ও ভিয়েতনামে কমলেও রেকর্ড উচ্চতায় ভারতীয় চাল

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

চলতি সপ্তাহে মিশ্র প্রবণতায় রয়েছে এশিয়ার চালের বাজার। এর মধ্যে ভারতীয় চালের রপ্তানি মূল্য আগের সপ্তাহের মতোই রেকর্ড উচ্চতায় অবস্থান করছে। তবে থাইল্যান্ড ও ভিয়েতনামে শস্যটির দাম কমেছে। খবর বিজনেস রেকর্ডার। ভারত বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক। আফ্রিকার দেশগুলোয় দেশটির চালের চাহিদা কমার পর দামে কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ গত সপ্তাহের মতোই রেকর্ড দামে চাল রপ্তানি করছে ভারত। চলতি সপ্তাহে প্রতি টন ভারতীয় ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের মূল্য দাঁড়িয়েছে ৫৪২ থেকে ৫৫০ ডলারে। এর পেছনে সীমিত সরবরাহকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। মুম্বাইভিত্তিক রপ্তানিকারকরা জানান, চালের দাম বাড়ার কারণে আফ্রিকার ক্রেতারা চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। ব্যয়ের চাপ সামলাতে না পেরে তারা সম্প্রতি আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছেন। রপ্তানিকারকরা জানান, বর্তমানে নতুন মৌসুমের ধান ভাঙানোর কার্যক্রম চলছে। কিন্তু সরবরাহ সীমিত। কারণ, সরকার বেশি দাম দিয়ে কৃষকদের কাছ থেকে চাল কিনছে। সরকারের কাছ থেকে দাম বেশি পাওয়ায় রপ্তানিকারকদের কাছে চাল বিক্রির পরিমাণ কমিয়ে দিয়েছেন তারা। বাজার অস্থিতিশীলতা মোকাবেলায় দেশটির সরকার স্থানীয় ব্যবসায়ীদের চাল রপ্তানিতে নিরুৎসাহিত করছে। আরোপ করা হয়েছে শুল্কসহ নানা ধরনের নীতিগত প্রতিবন্ধকতা। এ কারণে লম্বা সময় ধরেই দেশটির চালের রপ্তানি মূল্য ঊর্ধ্বমুখী। চাল রপ্তানিতে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। রপ্তানিতে ভারত কঠোর বিধিনিষেধ আরোপ করায় অনেক ক্রেতা পাকিস্তানি চালের দিকে ঝুঁকছেন। ফলে চলতি অর্থবছর দেশটির রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বর্তমানে পাকিস্তান ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ দামে চাল রপ্তানি করছে। এদিকে ভিয়েতনাম চলতি সপ্তাহে প্রতি টন ৫ শতাংশ ভাঙা চাল ৬৩৭ থেকে ৬৪০ ডলারে রপ্তানি করছে। গত সপ্তাহে রপ্তানি মূল্য ছিল ৬৪০ ডলার। নতুন চন্দ্রবর্ষের সপ্তাহব্যাপী ছুটি শেষে দেশটির চাল বাণিজ্য ফের চাঙা হয়ে উঠেছে। মেকং ডেল্টাভিত্তিক ব্যবসায়ীরা জানান, ছুটি শেষে চালের কেনা-বেচা দুটোই বেড়েছে। চলতি সপ্তাহে থাইল্যান্ড প্রতি টন ৫ শতাংশ ভাঙা চাল রপ্তানি করছে ৬১০ ডলারে। গত সপ্তাহের তুলনায় প্রতি টনে দাম কমেছে ২০ ডলার। মূলত দেশটির মুদ্রা বাথের বিনিময় হার কমে যাওয়ায় চালের দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। ব্যাংককভিত্তিক ব্যবসায়ীরা জানান, বর্তমানে চালের বাজার নিম্নমুখী চাপের মধ্যে রয়েছে। তাছাড়া থাইল্যান্ড ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত নিলামেও অংশ নেয়নি। পাশাপাশি আগামী মাস থেকে বাজার অব্যাহত বাড়বে চালের নতুন সরবরাহ।

চাহিদা অনেক কম থাকায় থাই চালের দাম কমছে। আগামী মাসগুলোয়ও এ ধারা অব্যাহত থাকবে। ২০২২-২৩ মৌসুমে ঘুরে দাঁড়িয়েছে থাইল্যান্ডের চাল রপ্তানি। শক্তিশালী সরবরাহ ও প্রতিযোগিতামূলক দাম রপ্তানি প্রবৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ২০২২-২৩ মৌসুমে থাইল্যান্ড ৮৮ লাখ টন চাল বিভিন্ন দেশে রপ্তানি করে। ২০২১-২২ মৌসুমের তুলনায় রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ। তবে ২০২৩-২৪ মৌসুমে রপ্তানি ৮০ লাখ টনে নেমে আসতে পারে।