উল্টো পথে হাটছে দেশের পুঁজিবাজার। ফ্লোর প্রত্যাহারের পর টানা উত্থানে থাকা বাজার এখন পতনে ধুঁকছে। গত শনিবার বিএসইসির নতুন নির্দেশনা দিয়েছিল টানা ২ বছর লভ্যাংশ না দিলে সে কোম্পানি জেট ক্যাটাগরিতে নেমে যাবে। আর সেই নিদের্শনা অনুযায়ী ২২ কোম্পানি জেট ক্যাটাগরিতে লেনদেন করেছে। এর প্রভাবে সার্বিক বাজারে বড় প্রভাব ফেলেছে ফলে সূচকের সাথে লেনদেন ও কমেছে। বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আর ডিএসইতে ৯২৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯২টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১০৭টির, কমেছে ২৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৩ দশমিক ০১ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৩ পয়েন্টে নেমে আসে। শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৩৮ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৬৮ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ২৭ দশমিক ৭৭ পয়েন্ট কমে ২ হাজার ১২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।