আন্তর্জাতিক বাজারে তামার সাপ্তাহিক দামে বড় উল্লম্ফন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে তামার দামে। সবশেষ শুক্রবার তিন মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধি দেখেছে ধাতুটি। মজুত কমে যাওয়ার পাশাপাশি শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে অর্থনীতিতে গতি ফেরার সম্ভাবনায় তামার দাম বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার তিন মাস সরবরাহ চুক্তির দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৪০৭ ডলার ৫০ সেন্টে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ।