ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কার্ডে ডলার বেশি যাচ্ছে ভারতে : আসছে যুক্তরাষ্ট্র থেকে

কার্ডে ডলার বেশি যাচ্ছে ভারতে : আসছে যুক্তরাষ্ট্র থেকে

নগদ ডলারের সংকট থাকায় বিদেশ ভ্রমণে ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার ব্যবহার বেড়েছে। এর মাধ্যমে বাংলাদেশ থেকে ডলার সবচেয়ে বেশি যাচ্ছে ভারতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাধ্যমে অন্যান্য দেশের তুলনায় বেশি পরিমাণ ডলার আসছে। ক্রেডিট কার্ড-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সেখানে দেখা যায়, গত বছরের নভেম্বরের চেয়ে ডিসেম্বরে দেশের বাইরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে প্রায় ১৯ শতাংশ। নভেম্বরে দেশের বাইরে ক্রেডিট কার্ড ব্যবহার করে লেনদেন হয়েছিল ৪৮৭ কোটি ৪০ লাখ টাকা। আর ডিসেম্বরে দেশের বাইরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ হয়েছে ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা।

অর্থাৎ এক মাসের ব্যবধানে খরচ বেড়েছে ৯২ কোটি বা ১৮ দশমিক ৮৬ শতাংশ। এ সময়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার করেছেন ভারতে। দেশটিতে নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে ব্যবহার বেড়েছে ৩২ দশমিক ৭২ শতাংশ। ডিসেম্বরে প্রতিবেশী দেশটিতে বাংলাদেশিরা খরচ করেছে ১১৫ কোটি ৬০ লাখ টাকা। আগের মাস নভেম্বরে যার পরিমাণ ছিল ৮৭ কোটি ১০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে দুই মাসের ক্রেডিট কার্ডের লেনদেন-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছে।

এতে দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহারের তথ্যও উঠে এসেছে। তথ্য মতে, গত ডিসেম্বরে দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকরা ক্রেডিট কার্ড ব্যবহার করে ১৮৪ কোটি টাকার কেনাকাটা করেছেন। আগের মাস নভেম্বরে যার পরিমাণ ছিল ১৯৩ কোটি ৮০ লাখ টাকা। ডিসেম্বরে সবচেয়ে বেশি ২৫ দশমিক ৩৮ শতাংশ ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক। দেশটির নাগরিকরা আলোচিত মাসে খরচ করেছে ৪৬ কোটি ৭০ লাখ টাকা। এর পরের অবস্থানে থাকা যুক্তরাজ্যের নাগরিকরা খরচ করেছেন ২৪ কোটি ৪০ লাখ টাকা। আর তৃতীয় অবস্থানে থাকা ভারতের নাগরিকরা করেছেন ১৬ কোটি ৯০ লাখ টাকা। ক্রেডিট কার্ডের ব্যবহারের ধরন বিশ্লেষণ করে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি হয়েছে দেশের ডিপার্টমেন্টাল স্টোরে।

ডিসেম্বরে ক্রেডিট কার্ডে দেশের অভ্যন্তরে খরচের পরিমাণ ছিল ২ হাজার ৬৭৪ কোটি টাকা। এর মধ্যে ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ ৪৮ দশমিক ৯৭ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরগুলোয়। এছাড়া আউটলেট থেকে টাকা উত্তোলন করা হয়েছে ১২ দশমিক ৭৮ শতাংশ। হিসাব অনুযায়ী, ক্রেডিট কার্ডের মাধ্যমে ৯ দশমিক ১৩ শতাংশ ইউটিলিটি, ৮ দশমিক ১৮ শতাংশ নগদ অর্থ উত্তোলন, ৬ দশমিক ১৯ শতাংশ পোশাক কেনাকাটা, ৪ দশমিক ৯০ শতাংশ ওষুধ ও ফার্মেসিতে, ৩ দশমিক ৬১ শতাংশ ট্রান্সপোর্টেশন, ২ দশমিক ১২ শতাংশ ব্যবসাসেবা, টাকা প্রেরণ করা হয়েছে ৩ দশমিক ১৮ শতাংশ। লেনদেনে কার্ডের ধরন বিশ্লেষণে দেখা যায়, ভিসা কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এ সময়ে। এর পরিমাণ ৭০ দশমিক ৪২ শতাংশ। এর পরই রয়েছে মাস্টার কার্ড। এ কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ ১৮ দশমিক ৩৫ শতাংশ। এ ছাড়া বাকি প্রায় ১১ দশমিক ২৩ শতাংশ লেনদেন হয়েছে অন্যান্য কার্ডে। দেশের ক্রেডিট কার্ডহোল্ডারদের ক্রস বর্ডার লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের মতো বিদেশেও একই ধরনের জায়গা ও প্রয়োজনে ক্রেডিট কার্ডের ব্যবহার হয়েছে। ডিসেম্বরে বিদেশে প্রায় ২৮ দশমিক ২৫ শতাংশ ক্ষেত্রেই ক্রেডিট কার্ডের ব্যবহার হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। এ ছাড়া অন্যান্য ক্ষেত্রের মধ্যে রয়েছে টাকা উত্তোলনে ১৫ দশমিক ৬৬, ওষুধ ও ফার্মেসিতে ১২ দশমিক ৯০ শতাংশ, পোশাক কেনাকাটায় ১২ দশমিক ৯০ শতাংশ, ট্রান্সপোর্টেশনে ৬ দশমিক ৯৫ এবং অন্যান্য ক্ষেত্রে ১৭ দশমিক ৯৫ শতাংশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত