ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাজেট ২০২৪-২৫

স্বর্ণালংকার বিক্রিতে ভ্যাট কমানোর প্রস্তাব বাজুসের

স্বর্ণালংকার বিক্রিতে ভ্যাট কমানোর প্রস্তাব বাজুসের

স্বর্ণালংকার বিক্রিতে ভ্যাটহার ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নে বাজুসের প্রস্তবনা বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, বর্তমানে মূল্যস্ফীতি এবং ডলারের বিনিময় মূল্যের কারণে ১১ দশমিক ৬৬৪ গ্রাম (১ ভরি) স্বর্ণলঙ্কার কিনতে প্রায় ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা লাগে। এর সঙ্গে বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৩ হাজার ৪৯৯ টাকা এবং ৫ শতাংশ ভ্যাট ৫ হাজার ৭১ টাকা যোগ করলে মোট দাম দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার টাকা। বাংলাদেশে প্রতি ভরিতে ভ্যাট দিতে হয় ৫ হাজার ৭১০ টাকা অন্যদিকে ভারতে সমপরিমান স্বর্ণ কিনতে ৩ শতাংশ হারে বা ৩ হাজার ৪৩৬ টাকা ভ্যাট দিতে হয়। যার প্রভাব স্বর্ণালঙ্কার ক্রয় ও বিক্রির ক্ষেত্রে সুস্পষ্ট বিদ্যমান। তবে বাংলাদেশের অলংকার শিল্পের অপার সম্ভাবনা আছে উল্লেখ করে বাজুস জানায়, ভ্যাট আহরণে আগামী দিনে সরকারের একটি বড় খাত হতে পারে জুয়েলারি শিল্প। এক্ষেত্রে ক্রেতাদের কাছে সহনীয় আকারে ভ্যাট নির্ধারণ করা জরুরি। বাজুস মনে করে, সোনার অলংকার বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট হার ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশে নামিয়ে আনা দরকার। এতে স্বর্ণ খাত থেকে সরকার প্রতি বছর প্রায় ১ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ করতে পারবে। ক্রেতারা বিদেশ ভ্রমণে গিয়ে অলংকার ক্রয়ে নিরুৎসাহিত হয়, এমনভাবে ভ্যাট হার নির্ধারণ করতে হবে বলে জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সংস্থাটি বলে, বিভিন্ন সময়ে উচ্চবিত্তদের একটা বড় অংশই বিদেশে গিয়ে অলংকার কিনে থাকেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত