ডিএসইতে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত মঙ্গলবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বৃদ্ধির পাশাপাশি ডিএসইর প্রধান সূচক বেড়েছে। তবে ডিএসইর শরিয়াহ সূচক সামান্য বেড়েছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। এর আগের কার্যদিবসে পতনের উত্থান দেখা গিয়েছিল ছিল। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত রোববার ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত রোববার প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ০৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে ৬ হাজার ২৭২ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ০৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৫ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৭২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে ২ হাজার ১৩৭ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৮৯৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮০৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৯৩ কোটি ২১ লাখ টাকা বেড়েছে। এদিন ২৫ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৩০৫টি শেয়ার ২ লাখ ৩৩ হাজার ৫৩০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত ছিল ৬০টির দর।

গত রোববার টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির ৫০ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪২ কোটি ৯৬ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩২ কোটি ৫৯ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৩০ কোটি ১০ লাখ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১৯ কোটি ৩ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ১৮ কোটি ৩৭ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৮ কোটি ১১ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ১৬ কোটি ৪৬ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১৬ কোটি ৪১ লাখ এবং মুন্নু ফ্যাব্রিকস লিমিটেডের ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত রোববার ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এর পরের অবস্থানে থাকা এনআরবি ব্যাংক লিমিটেডের ১০ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৯ দশমিক ৮২ শতাংশ, বিবিএস কেব্লস লিমিটেডের ৯ দশমিক ৭৫ শতাংশ, মুন্নু ফেব্রিকস লিমিটেডের ৯ দশমিক ৬৬ শতাংশ, মনোস্পুল পেপার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৭৩ শতাংশ, নাভানা সিএনজি লিমিটেডের ৮ দশমিক ৪১ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের ৮ দশমিক ১০ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৭ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর বেড়েছে।