ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে বিজেএমসি’র মতবিনিময় সভা

বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে বিজেএমসি’র মতবিনিময় সভা

২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বিজেএমসি প্রধান কার্যালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী, জাহাঙ্গীর কবির নানক, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজেএমসি’র সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ এবং সভাপতিত্ব করেন বিজেএমসি’র চেয়ারম্যান ফারুক আহম্মেদ। ওই আলোচনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা এবং বিজেএমসি’র সার্বিকবিষয় সম্পর্কে আলোচনা করা হয়। প্রধান অতিথি বলেন, পাট ও পাটশিল্প আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। তিনি আরো বলেন, বিজেএমসি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, বিজেএমসি’র পরিবর্তিত পরিস্থিতিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে খুব শিগগিরই একটি সহজ পরিস্থিতি তৈরি করতে সক্ষম হবো এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাট ও পাটশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারব। ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজেএমসি’র পরিচালকবৃন্দ, উপদেষ্টারা, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এবং মিডিয়ার কর্মীবৃন্দ। - সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত