মূল্যস্ফীতির জাঁতাকলে কমেছে প্রবৃদ্ধির গতি

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে সৃষ্ট উচ্চ মূল্যস্ফীতিতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

হাতে নগদ টাকা কমে যাওয়ায় ক্রয়ক্ষমতাও কমে গেছে। ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতির কারণে আয়ের সব টাকা খরচ হয়ে যাচ্ছে জীবন ধারণে। যার প্রভাব পড়েছে বিমা শিল্পে। ফলে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও বিমা খাতের প্রবৃদ্ধি কমে গেছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সূত্রে জানা গেছে, ২০২৩ সালে গ্রস প্রিমিয়াম আয়ে বিমা খাতের প্রবৃদ্ধি ৯ দশমিক ১৬ শতাংশ বেড়ে ১৭ হাজার ৪৮৪ কোটি টাকা হয়েছে।

এর আগের বছর এটির প্রবৃদ্ধি ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে ১৬ হাজার ১৮ কোটি টাকায় দাঁড়িয়েছিল। গত জানুয়ারিতে দেশের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৬ শতাংশে ঠেকেছে। যদিও সর্বশেষ মুদ্রানীতিতে এ অর্থবছরের বাকি সময়ে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের প্রণীত মুদ্রানীতি এখন পর্যন্ত মূল্যস্ফীতি কমাতে তেমন কোনো প্রভাব রাখতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আয়ের স্তর সরাসরি বিমার প্রিমিয়ামের সঙ্গে যুক্ত, যেখানে গত দুই বছর ধরে চলা মূল্যস্ফীতি সরাসরি প্রভাব ফেলছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ মোট পলিসির সংখ্যা প্রায় ৩ লাখ কমে গেছে।