ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে অ্যাসকট দি রেসিডেন্স ঢাকার চুক্তি

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে অ্যাসকট দি রেসিডেন্স ঢাকার চুক্তি

মিডল্যান্ড ব্যাংক ও অ্যাসকট দি রেসিডেন্স ঢাকা হোটেলের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ২২ জানুয়ারি মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আক্তার ও অ্যাসকট দি রেসিডেন্স ঢাকার করপোরেট রিলেশনশিপ ম্যানেজার মো. নাইম উদ্দিন আহমেদ।

অ্যাসকট দি রেসিডেন্স ঢাকা বারিধারা ডিপ্লোমেটিক জোনের কে-ব্লকের, ৮ নম্বর সড়কে অবস্থিত একটি সুপরিচিত অভিজাত বুটিক হোটেল।

চুক্তির ফলে মিডল্যান্ড ব্যাংকের সব কার্ডহোল্ডার অ্যাসকট দি রেসিডেন্স ঢাকা হোটেলের রুম বুকিংয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ এবং তাদের বিভিন্ন রেস্ট্রুরেন্টে খাবারের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়সহ হোটেলটির অন্যান্য সেবার ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদণ্ডউর-রহমান, মার্চেন্ট রিলেশনশিপ অফিসার সজল আহমেদ ও অ্যাসকট দি রেসিডেন্স ঢাকার ম্যানেজার, করপোরেট সেলস মো. কামাল হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত