বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেছেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বিনিয়োগ সম্প্রসারণের কোনো বিকল্প নেই। বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবাসহ অন্য তথ্যাদি সুরক্ষার জন্য বিডা সবসময় অঙ্গীকারবদ্ধ। গত বুধবার বিডার কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে বিডার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমান প্রযুক্তিময় পৃথিবীতে তথ্যই শক্তি এবং তথ্য সুরক্ষা গুরুত্বপূর্ণ। বিডা ও বিসিসির মধ্য এ সমঝোতা স্মারক বাস্তবায়নের ফলে আইআরএমএস (ইনফরমেশন অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটি)-সহ সব ডাটা বিসিসির ন্যাশনাল ডাটা সেন্টারে স্থানান্তর হবে। যার মাধ্যমে বিনিয়োগ সংক্রান্ত সেবাসমূহের তথ্য আরো বেশি সুরক্ষিত থাকবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডা সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম সমঝোতা চুক্তি স্বাক্ষরের গুরুত্ব এবং প্রেক্ষাপট বিষয়ে সংক্ষিপ্ত তথ্যাদি তুলে ধরে বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিনিয়োগকারীদের সব বিনিয়োগসেবা একই প্ল্যাটফর্ম থেকে প্রদানের লক্ষ্য ২০১৮ সালে ওএসএস আইন বা ‘ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮’ পাস হয়ম যার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে বিডা ওএসএসের কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে আমরা ৪৮টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক করেছি। তার মধ্যে বর্তমানে ৩৮টি প্রতিষ্ঠানের ১১৩টি বিনিয়োগসেবা দেওয়া হচ্ছে। তিরি আরও বলেন, এতদিন বিডা ওএসএসের তথ্যাদি বিজনেস অটোমেশনের সার্ভারে সংরক্ষিত ছিল।