সোশ্যাল ইসলামী ব্যাংক ও বিকাশের সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
সোশ্যাল ইসলামী ব্যাংক এবং বিকাশ এর মধ্যে লিঙ্কড অ্যাকাউন্ট সার্ভিস সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই উপলক্ষে গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহর কাছে চুক্তিপত্রটি হস্তান্তর করেন বিকাশের হেড অব ব্যাংকিং পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস আদনান কবির রকি। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, আইসিটি ডিভিশনের প্রধান হোসেইন মোহাম্মদ ফয়সাল, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান জিএম নূরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকগণ বিকাশ থেকে ব্যাংকে এবং ব্যাংক থেকে বিকাশে লেনদেন করতে পারবে বলে জানিয়েছেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।