আইএমএফের চাপে সুদহার বাড়ানো হয়নি
বললেন ডেপুটি গভর্নর
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে সুদহার বাড়ানো হয়নি। এটা নিয়ে অভিযোগ করা ঠিক নয়। আমরা সফটলি, ধীরে ধীরে বাড়িয়েছি। গতকাল রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাক-বাজেট আলোচনা : বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল এবং চ্যানেল টোয়েন্টিফোর যৌথভাবে এ সভা আয়োজন করে।
ডেপুটি গভর্নর বলেন, বাইরের অর্থনীতির সঙ্গে জড়িত অনেক কিছু আমাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। তার মধ্যে মূলস্ফীতি ও খেলাপিতে এই প্রভাব বেশি পড়েছে। সুদের হারের সিঙ্গেল ডিজিটের ক্যাপটি ব্যবসায়ীদের স্বার্থে দেরিতে তুলে নিয়েছি।
তিনি বলেন, আমরা সুদের হার বাড়িয়েছি, কিন্তু সেটা সফটলি এবং ধীরগতিতে বাড়ানো হয়েছে। যদিও বলা হয়ে থাকে আইএমএফের চাপে বাড়ানো হয়েছে, তবে এটা নিয়ে অভিযোগ করা ঠিক নয়। অন্যদিকে বেসরকারি খাতে যে ঋণ কম বিতরণ করা হচ্ছে সে কথাটিও সঠিক নয়। কারণ, যে ঋণ বিতরণ করা হচ্ছে তার মোট ৮০ ভাগ বেসরকারি খাতে বিতরণ করা হচ্ছে।