বিসিকে জামদানি শিল্পের উন্নয়নে বুনন প্রশিক্ষণ
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
নারায়ণগঞ্জে জামদানি শিল্পকারখানায় শিশুশ্রম নিরসন এবং জামদানি শিল্পের উন্নয়নে ছয় মাসের মেয়াদি বুনন প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। গত সোমবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক এ বুনন প্রশিক্ষণ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিকুর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা। এছাড়া বিসিকের অন্যান্য কর্মকর্তা, বিসিক জামদানি শিল্পনগরী শিল্পমালিক কল্যাণ সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর, বিসিকের উদ্যোক্তা আনোয়ার হোসেনসহ ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সঞ্জয় কুমার ভৌমিক তার বক্তব্যে শিশুশ্রম নিরসনে জামদানি বুনন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জামদানিশিল্পের প্রসারে বিসিকের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার অঙ্গীকার করেন। পাশাপাশি এই প্রশিক্ষণ কর্মসূচি সফল করতে প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের আন্তরিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের তাগিদ দেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক জামদানিশিল্পের জনপ্রিয়তা ধরে রাখতে এই প্রশিক্ষণের গুরুত্ব বর্ণনা করেন। পাশাপাশি এই শিল্পের বিরুদ্ধে দেশ-বিদেশে অনেকেই অনেক চক্রান্ত করছে বলে জামদানি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন। এছাড়া কারিগরদের ন্যায্য পারিশ্রমিক দিতে জামদানি উদ্যোক্তাদের অনুরোধ করেন তিনি।