মদিনায় সোশ্যাল ইসলামী ব্যাংক
অংশ নিল প্রবাসী মিলনমেলায়
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
মদিনায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় অংশ নিল সোশ্যাল ইসলামী ব্যাংক। সম্প্রতি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি- মদিনা, মনওয়ারা, সৌদি আরব আয়োজিত এই মিলনমেলায় মদিনায় বসবাসরত প্রায় ১ হাজার ৬০০ বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এ সময় জাফর আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান এবং ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও এসইভিপি মোঃ তৌহিদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, প্রবাসী বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করে উপার্জন করে দেশে রেমিট্যান্স প্রেরণ করেন।
তাদের এই রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে। তিনি বৈধপথে রেমিট্যান্স প্রেরণের জন্য প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান। তিনি বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক সবসময় প্রবাসীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং তাদের কষ্টার্জিত উপার্জন দ্রুত ও নিরাপদে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে সচেষ্ট থাকে।