ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইফতার থেকে বেগুনি বাদ দেওয়ার পরামর্শ

ভোক্তার ডিজির
ইফতার থেকে বেগুনি বাদ দেওয়ার পরামর্শ

রমজানকে কেন্দ্র করে বেগুনের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ইফতার আইটেম থেকে বেগুনি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। ইফতারে বেগুনি স্বাস্থ্যকর নয় বলেও মনে করেন তিনি। গতকাল বুধবার রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনের সামনে ডিম ও মুরগি বিক্রি কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। বেগুনের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া প্রসঙ্গে ভোক্তার ডিজি বলেন, আমাদের কি বেগুনি খেতেই হবে? আমরা যদি বেগুন ক্রয় একটু সীমিত করে দিই, তাহলে যে বেগুন ১০০ টাকা হয়েছে, পরদিনই তা ৪০ টাকায় পাওয়া যাবে। ১০০ টাকায় বিক্রি হলেও ভোক্তারা কিনে বলেই দাম বৃদ্ধি পায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত