রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব ও রাশিয়া থেকে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানি করার অনুমোদন দিয়েছে সরকার। এরই মধ্যে ৪০ হাজার টন ডিএপি ও ৩০ হাজার টন এমওপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৫১ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আহমুদ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের ‘মা আদেন’ থেকে তৃতীয় লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। বর্তমান আন্তর্জাতিক বাজারমূল্যে প্রতি মেট্রিক টন ডিএপি সার ৫৮১ ডলার। সর্বমোট মূল্য ২ কোটি ৩২ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৫৫ কোটি ৬৪ লাখ টাকা। তিনি বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন ‘প্রডিন্টরগ’থেকে ৫ম লটে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা।