বেশি দামে পণ্য বিক্রি
সারাদেশে ১৪১ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর ২৯টি পণ্যের দাম বেঁধে দিয়েছে। এই বেঁধে দেওয়া দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা। সরকারের বেধে দেওয়া দামে মিলছে না কিছুই। বাজারের এমন অব্যবস্থাপনায় হতাশ ও ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। বেধে দেওয়া দামে যেন পণ্য বিক্রি করা হয়, সেজন্য দরকার কঠোর নজরদারি। গত শনিবার কৃষি বিপণন অধিদপ্তরের এ বেধে দেওয়া মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৫৫টি দল দেশব্যাপী বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। ভোক্তা অধিদপ্তর এ সময় ১৪১টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে।