ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাটে অবদানের স্বীকৃতি পেল ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাটে অবদানের স্বীকৃতি পেল ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাট খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন। পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক, বিজ্ঞানী এবং উদ্ভাবক ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন পাট গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম আলমগীর সাঈদ। পাটবীজ উৎপাদনকারী সেরা চাষি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারার শাহনুর আলম সান্টু। সেরা পাটচাষির পুরস্কার পেয়েছেন পাবনার সুজানগরের মো. হারুনুর রশিদ। পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে জনতা জুট মিলস। পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ সম্মাননা পেয়েছে। পাটের সুতা উৎপাদনকারী ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে টিমেক্স জুট মিলস। সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ক্যাটাগরির সম্মাননা পেয়েছে আকিজ জুট মিলস। বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী পাটকল ক্যাটাগরিতে সম্মাননা পায় করিম জুট স্পিনার্স। বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডির সম্মাননা পেয়েছে। বহুমুখী পাটজাত পণ্যে সেরা নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে মনির জুট গুডস অ্যান্ড হ্যান্ডিক্রাফটস। বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা পায় ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। অনুষ্ঠানে বহুমুখী পাটজাত পণ্য প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত