পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে খাতভিত্তিক পিই রেশিও সবচেয়ে কম দেখা গেছে ব্যাংক খাতে। গত সপ্তাহ শেষে পুঁজিবাজারের পিই রেশিও ছিল ১২ দশমিক ১৫, যেখানে ব্যাংক খাতের পিই রেশিও দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৭। এরপরও চলতি বছরের শুরু থেকে বিনিয়োগকারীদের এ খাতের শেয়ারে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। বাজার-সংশ্লিষ্টরা বলেছেন, ব্যাংক খাতে সুশাসন ও আর্থিক পারফরম্যান্সের দুর্বলতার কারণে এ খাতে বিনিয়োগকারীরা আগ্রহ পাচ্ছেন না। এছাড়া ব্যাংকগুলোর শেয়ারদর খুব একটা ওঠানামা না করায় এ খাতে আগ্রহ কমে গেছে বিনিয়োগকারীদের। খাতভিত্তিক বাজার পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ব্যাংক খাতের শেয়ারে বেশির ভাগ সময়ে নেতিবাচক রিটার্ন এসেছে। জানুয়ারির প্রথম সপ্তাহে ব্যাংক খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১২ কোটি ৭৮ লাখ টাকা, এ সময় ইতিবাচক রিটার্ন এসেছে দশমিক ১ শতাংশ। পরের সপ্তাহে দৈনিক গড়ে ৩৯ কোটি ৬৯ লাখ টাকা লেনদেন হয়েছে, ইতিবাচক রিটার্ন এসেছে ১ দশমিক ১ শতাংশ। তৃতীয় সপ্তাহে দৈনিক গড়ে ২৫ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছে, এ সময় নেতিবাচক রিটার্ন এসেছে দশমিক ২ শতাংশ। চতুর্থ সপ্তাহে দৈনিক গড়ে ৯২ কোটি ৪৪ লাখ টাকা লেনদেন হয়েছে, নেতিবাচক রিটার্ন এসেছে ৩ শতাংশ। জানুয়ারির শেষ সপ্তাহে দৈনিক গড়ে ৫৭ কোটি ৫৯ লাখ টাকা লেনদেন হয়েছে, ইতিবাচক রিটার্ন এসেছে দশমিক ১ শতাংশ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দৈনিক গড়ে ১০৬ কোটি ৭০ লাখ টাকা লেনদেন হয়েছে, ইতিবাচক রিটার্ন হয়েছে ৪ দশমিক ৩ শতাংশ। দ্বিতীয় সপ্তাহে দৈনিক গড়ে ১৯৩ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছে, ইতিবাচক রিটার্ন এসেছে দশমিক ৭ শতাংশ।