ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেড়েছে জাকাতের কাপড়ের দাম

বেড়েছে জাকাতের কাপড়ের দাম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বাদ যায়নি জাকাতের কাপড়ের দামও। গত বছরের তুলনায় এবারও জাকাতের শাড়ি ও লুঙ্গির দাম প্রতি পিসে ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা জানান, এ বছর জাকাতের কাপড় বিক্রি এখনো শুরু হয়নি। ১৫ রোজার পর থেকে জাকাতের কাপড় বিক্রি শুরু হবে। গতবারের তুলনায় এবার জাকাতের কাপড়ের দাম বেড়েছে, সেই সঙ্গে ক্রেতার সংখ্যাও তুলনামূলক কম। বিভিন্ন জায়গায় জাকাতের কাপড়ের বদলে নগদ টাকা দেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় জাকাতের কাপড়ের চাহিদাও কমেছে। প্রতি বছর রমজানে প্রচুর পরিমাণে জাকাতের কাপড় বিক্রি হয়। যে কারণে ব্যবসায়ীরাও এই বাজারটি ধরার জন্য আগে থেকে প্রস্তুতি নেন। রাজধানীতে বেশ কিছু স্থানে জাকাতের কাপড় বিক্রি হয়। এর মধ্যে সদরঘাটের শরীফ মার্কেট, ইসলামপুর শাড়ি পট্টি, নবাবপুর শাড়ি পট্টি, পীর ইয়ামেনি মার্কেট, গুলিস্তান খদ্দর মার্কেট অন্যতম। গুলিস্তানের পীর ইয়ামেনি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে ৫০টির বেশি শাড়ি লুঙ্গির দোকান রয়েছে। যার প্রতিটি দোকানেই জাকাতের কাপড় পাওয়া যাচ্ছে। এসব দোকানের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর জাকাতের শাড়ির দাম ৩৫০ থেকে শুরু করে ৫০০-৬০০ টাকার মধ্যে রয়েছে। পাশাপাশি ২৮০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে জাকাতের লুঙ্গি। বিক্রেতারা বলেছেন, সবকিছুর দাম বেড়েছে। তাই এবার জাকাতের কাপড়েরও দাম প্রায় ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। গুলিস্তানের পীর ইয়ামেনি মার্কেটের লুঙ্গি বিতান নামে একটি দোকানের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম বলেন, আমরা পর্যাপ্ত মাল নিয়ে এসেছি রমজান উপলক্ষ্যে। কিন্তু এখনো সেভাবে ক্রেতা সাধারণ আসতে শুরু করেনি। আশা করা যায়, ১৫ রোজার পর থেকে জাকাতের কাপড় বিক্রি বেড়ে যাবে। অন্যান্য বছর এ সময়ই জমজমাট হয়ে যেত জাকাতের কাপড় বিক্রি। কিন্তু এ বছর এখনো সেভাবে জমে উঠেনি। এছাড়া করোনাকালের আগ পর্যন্ত জাকাতের কাপড় খুব বিক্রি হতো, করোনা মহামারির পর কাপড়ের বদলে জাকাত হিসেবে নগদ অর্থ দেওয়ার প্রবণতা বেড়েছে। যে কারণে জাকাতের কাপড় শাড়ি লুঙ্গি এসব বিক্রি আগের চেয়ে কমেছে। লুঙ্গির দাম প্রসঙ্গে তিনি বলেন, সর্বনিম্ন ২৫০ থেকে ২৮০ টাকায় এ বছর জাকাতের লুঙ্গি পাওয়া যাচ্ছে। তবে ৪০০ থেকে ৫০০ টাকা দামেরও লুঙ্গি বিক্রি হয় জাকাতের লুঙ্গি হিসেবে। আগে যে লুঙ্গি ২০০ টাকায় বিক্রি হয়েছে সেই লুঙ্গির দাম এবার ২৮০ থেকে ৩০০ টাকা। এছাড়া ৩০০ থেকে ৩৫০ টাকায় যেসব লুঙ্গি গত বছর বিক্রি হয়েছে সেই মনের লুঙ্গির এবার ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। গুলিস্তান খদ্দর মার্কেটের আরেক দোকানি বাচ্চু মিয়া বলেন, সুতা থেকে শুরু করে সব ধরনের কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। জাকাতের শাড়ি সর্বনিম্ন ৩৫০ টাকা থেকে পাওয়া যাচ্ছে এবার। এছাড়া মান ভেদে ৪০০ থেকে ৬০০ টাকার শাড়ি এসেছে এবার। রাজধানীর মতিঝিলে একটি কাপড়ের দোকানের ম্যানেজার মাসুদ রানা বলেন, একসময় রমজানের শুরু থেকেই জাকাতের কাপড় বিক্রি শুরু হয়ে যেত। কিন্তু করোনা মহামারির পর জাকাত হিসেবে কাপড়ের বদলে নগদ অর্থ দেওয়ার প্রবণতা বেড়েছে। এরপর থেকেই মূলত জাকাতের কাপড় আগের মতো আর বিক্রি হচ্ছে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত