বিশ্ববাজারে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
লাগাতার তিন মাস ধরে বিশ্ববাজারে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। রাশিয়ার তেল পরিশোধনাগারে হামলা, তেল রপ্তানিকারক দেশগুলোর উৎপাদন কমানোর চিন্তা এবং চীনে চাহিদা বৃদ্ধির আভাস- সব মিলিয়ে এই মুহূর্তে বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে বৈশ্বিক তেলের বাজারে। সবশেষ গতকাল সোমবারও অপরিশোধিত তেলের দাম বাড়ল বিশ্ববাজারে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এপ্রিলের প্রথম দিনে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়েছে। ফলে ব্যারেলপ্রতি তেলের দাম এখন ৮৭ দশমিক ২৪ ডলার। গত সপ্তাহেও ২ দশমিক ৪ শতাংশ বেড়েছিল ব্রেন্টের দাম। শুধু তাই নয়, গত মাসের মাঝামাঝি থেকেই ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে বিরাজ করছে।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়েছে এদিন। ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ডব্লিউটিআই এখন বিক্রি হচ্ছে ৮৩ দশমিক ৩৫ ডলারে। গত সপ্তাহে এর দাম বেড়েছিল ৩ দশমিক ২ শতাংশ। সম্প্রতি তেল উৎপাদন সীমিত রাখার সিদ্ধান্ত আগামী জুন মাস পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস। এর ফলে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধের দেশগুলোতে অপরিশোধিত তেলের সরবরাহ চাপের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।