ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঈদে কেনাকাটায় মানুষের ঢল

বিক্রি হচ্ছে পহেলা বৈশাখের সাজসজ্জাও

বিক্রি হচ্ছে পহেলা বৈশাখের সাজসজ্জাও

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র এখন রাজধানীর ছোট-বড় মার্কেট-শপিংমলে মানুষের ব্যাপক ভিড়। পরিবার-পরিজন ও প্রিয়জনের জন্য নতুন কাপড় কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন তারা। সকাল থেকে মধ্যরাত, কিছু এলাকায় ভোর পর্যন্ত খোলা রাখা হচ্ছে দোকান। জমজমাট বেচাকেনা চলছে ফুটপাতেও। সবমিলিয়ে ঈদের আগের এই সময়ে কেনাকাটা করতে এলাকাভিত্তিক বিভিন্ন বিপনি-বিতানে ঢল নেমেছে মানুষের। এছাড়া ঈদের পরেই পহেলা বৈশাখ ঘিরেও রয়েছে ক্রেতা সমাগম। বৈশাখ মাসের প্রথম দিনকে বরণ করে নিতে ছোট-ছোট গহনা, সাদা লাল শাড়ি এবং থ্রিপিসের কদরও বেড়েছে মার্কেটগুলোতে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড ঘুরে দেখা যায়, পুরো এলাকায় হাজার হাজার মানুষের উপস্থিতি। বিভিন্ন মার্কেটে ঘুরে পছন্দের জামা-কাপড়, পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট, জুতা, শাড়ি, থ্রিপিস, বাচ্চাদের কাপড় কিনছেন তারা। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় নিউমার্কেটের মূল অংশের ভেতরে। এর বাইরে গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, গ্লোব শপিং সেন্টারের ভেতরেও জমজমাট বেচাকেনা চলছে। ক্রেতারা বলছেন, রোজার ঈদে নতুন জামা কাপড় কেনার প্রচলন বহু আগে থেকেই চলে আসছে। সেজন্য পরিবার পরিজন এবং অন্যান্য সদস্যদের জন্য নতুন জামা কাপড় কিনতে ভিড় করছেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত