বাস্তবতার নিরিখে বাজেট চান অর্থনীতিবিদরা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গত ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটের ভুল সিদ্ধান্তের ফল এখনো ভোগ করছে জনগণ। মূলস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি, টানা ১৮ মাস উচ্চ মূল্যস্ফীতি বইতে হচ্ছে। এ অবস্থায় আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবতার নিরিখে প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। গত রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। ‘ম্যাক্রো অর্থনীতির স্থিতিশীলতা ও পরবর্তী বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিক আয়শা খান। ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোহাম্মাদ রেফায়েত উল্লাহ মীরধা। অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘একটা সময়ে সামষ্টিক অর্থনীতিতে উচ্চ প্রবৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ের মূল্যস্ফীতি ছিল। গত ২ বছরের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে। অর্থনীতির প্রবৃদ্ধিও স্থবির হয়ে পড়েছে। মূল্যস্ফীতির লাগামও কোনোভাবে টানা যাচ্ছে না। সুদহারের ক্যাপ আগেই তুলে নেওয়া উচিৎ ছিল। কোভিডকালীন ব্যবসায়ীদের ছাড় দেওয়া হলো, সেটা কেন পরবর্তীতেও বহাল রাখা হবে?’ অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, ‘আগামী বাজেটে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের দিকে সর্বাধিক নজর দেওয়া হবে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ডিজিটালাইজেশনে মনোযোগ বাড়াবে সরকার।’