বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস জানাল এডিবি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এপ্রিল মাসের ডেভেলপমেন্ট আউটলুকে এডিবি জানিয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ১ শতাংশ। এর আগে ডিসেম্বর মাসে এডিবি বলেছিল, ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ২ তাংশ। তার আগের পূর্বাভাসে তারা বলেছিল, প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৫ শতাংশ। পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৬ শতাংশ। সংস্থাটি বলেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের বার্ষিক মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৪ শতাংশে উঠতে পারে। পরের অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ৭ শতাংশে নামতে পারে। বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে এডিবি বলেছে, তৈরি পোশাক খাতের রফতানির ওপর ভর করে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ১ শতাংশ এবং পরের অর্থবছরে তা ৬ দশমিক ৬ শতাংশে উঠতে পারে। এডিবি মনে করে, মূল্যস্ফীতির হার কমলে ব্যক্তিপর্যায়ের ভোগ বাড়বে। এছাড়া জ্বালানি ও রেল খাতে বড় বড় অবকাঠামোগত প্রকল্পের কারণে সরকারি বিনিয়োগ বাড়বে। সরকারের কৃচ্ছ্রসাধন নীতি ও প্রণোদনা কম থাকা সত্ত্বেও এসব কারণে ব্যক্তিপর্যায়ে ভোগ বাড়বে।