ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ডিএমডি হলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আট কর্মকর্তা

ডিএমডি হলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আট কর্মকর্তা

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের আটজন মহাব্যবস্থাপক (জিএম) পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন।

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত আট কর্মকর্তাকে নিজ নিজ ব্যাংকেই পদায়ন করা হয়েছে।

গত ৯ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- প্রবাসীকল্যাণ ব্যাংকের মো. নূর আলম সরকার, অগ্রণী ব্যাংকের আবুল বাশার ও শামিম উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের মো. ফয়েজ আলম ও হারুনুর রশীদ, সোনালী ব্যাংকের মো. আবু সাঈদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) পরিতোষ সরকার ও জনতা ব্যাংকের মো. নুরুল ইসলাম মজুমদার।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৩’ এবং সরকারের বিভিন্ন সময়ে জারি করা নীতিমালা বা প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর করতে বলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত