ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯০ ডলারের নিচে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯০ ডলারের নিচে

বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে অস্থিরতার লাগাম সাময়িকভাবে টেনে ধরল চীনের দুর্বল অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের বাড়তি বাণিজ্যিক মজুত পরিস্থিতি। এতে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম নেমেছে ৯০ ডলারের নিচে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইরান-ইসরাইল সংঘাতে টালমাটাল জ্বালানি তেলের বিশ্ববাজার। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার শঙ্কায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়ালেও চীন-মার্কিন অর্থনীতির বর্তমান কর্মকাণ্ডের প্রভাবে গতকাল বুধবার তা আবারও নেমেছে ৯০ ডলারের নিচে। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট কমে ব্যারেলপ্রতি বিক্রি হচ্ছে ৮৯ ডলার ৪৬ সেন্টে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৬৩ সেন্ট কমে অবস্থান করছে ৮৪ ডলার ৭৩ সেন্টে। এদিকে, অপরিশোধিত তেলের বিশ্ব বাজারের চলমান অনিশ্চয়তা কোন দিকে মোড় নেবে, তার পুরোটাই ইসরাইলের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে বলে মনে করে খাত সংশ্লিষ্টরা। ইসরাইল যদি এক্ষেত্রে সংযত প্রতিক্রিয়া জানায়, সেক্ষেত্রে আগামী কয়েক সপ্তাহে জ্বালানি তেলের দাম ১০ ডলার পর্যন্ত কমতে পারে। আর যদি ইসরাইল পাল্টা কঠোর জবাবের দিকে অগ্রসর হয়, আর তার জেরে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ে, তাহলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যাবে বলে জানান অর্থনীতিবিদরা। এর আগে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর অপরিশোধিত জ্বালানি তেলের রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে, ইরান বিশ্বের সপ্তম এবং ওপেকের ৪র্থ বৃহত্তম তেল উৎপাদক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত