বাজারভেদে গরুর মাংসের দামে পার্থক্য
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাজারভেদে বিভিন্ন পণ্যের দামের পার্থক্য কম দেখা গেলেও ব্যতিক্রম গরুর মাংস। বাজারভেদে কেজিতে ১০০ টাকা পর্যন্ত দামের তফাৎ দেখা গেছে রাজধানীতে। গতকাল সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট মাংসের বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। বিক্রেতা মো. আশরাফ বলেন, ‘মাংসের দাম কমছে। আগে ৮৫০ টাকা ছিল।’ দাম কমার কারণ জানতে চাইলে এই বিক্রেতা বলেন, ‘গরম পড়ছে, গরমে গরুর মাংস কম খায়। তাই দাম কমছে।’
কৃষি মার্কেটে ৭৫০ টাকায় গরুর মাংস পাওয়া গেলেও অন্যান্য বাজারে তা বেশি দামে বিক্রি হচ্ছে। প্রায় দুই কিলোমিটার দূরে একই থানা এলাকার নবোদয় হাউজিং বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে।
দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে এই বাজারের একজন বলেন, ‘আমগো মাংস ভালো। বাসায় নিয়া খাইয়া দেখেন।’ ভালো ও খারাপের দ্বিধায় আটকে পড়েছেন এই বাজারে আসা ক্রেতারা।