কৃষকের ৪ টাকার শসা ঢাকায় ৪০ টাকা
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
সারা বছর কষ্ট করে ফসল ফলিয়ে পাইকারিতে ৮০ থেকে ১২০ টাকা মন হিসেবে শসা বিক্রি করছেন প্রত্যন্ত অঞ্চলের কৃষক।
সে হিসাবে কেজি প্রতি দাম পাচ্ছে ২ থেকে ৩ টাকা। কেউ কেউ ভালো মানের শসা চার টাকা কেজি পেলেও বিক্রি করতে না পেরে অনেকেই শসা ফেলে দেওয়ার খবরও পাওয়া গেছে। অথচ কয়েক হাত ঘুরে সেই শশা রাজধানীতে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি।
গেল রমজান মাসে কৃষক শসার ভালো দাম পেলেও গত সপ্তাহে ২ থেকে ৩ টাকা কেজি বিক্রি করেছেন বলে জানা গেছে। শসা চাষিদের অভিযোগ, ১৫ থেকে ২০ দিন আগে বাজারে শসার দাম ভালো থাকলেও গত সপ্তাহ থেকে দাম কমতে শুরু করে। রমজানের শুরুতে পাইকারি বাজারে প্রতি কেজি শসা ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করলেও কয়েক দিন ধরে প্রতি কেজি শসা ২ থেকে ৩ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে। এতে লোকসান গুনছেন শসা চাষিরা।
উত্তরের জেলা দিনাজপুর ঠাঁকুরগাও অঞ্চলের কৃষকরা বলছেন, চলতি মাসের শুরুর দিকে শসার বাজারদর বেশি ছিল।
কিন্তু মাঝামাঝি সময়ে বাজারে শসার সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে। ঠাকুরগাঁও এলাকার এক কৃষক বলেন, ‘এবার ৪০ শতাংশ জমিতে শসার আবাদ করেছি। ফলন ভালো হওয়ায় খুশি হয়েছিলাম। ভাবলাম খরচ তুলে লাভ হবে। কিন্তু বিক্রি করতে গিয়ে হতাশ হচ্ছি।’