দীর্ঘদিন পর শেয়ারবাজারে ক্রেতাদের দাপট দেখা গেছে। গত শনিবার যেখানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই শতাধিক কোম্পানির শেয়ার ৩ শতাংশ কম দরে ক্রেতাহীন ছিল, গতকাল রোববার সেখানে ১৬৩টি কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩ শতাংশের বেশি। গতকাল ডিএসইতে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে প্রায় ৯৭ পয়েন্টের বেশি। সূচকের এমন নেপথ্যে ভূমিকায় ছিল ১০ কোম্পানির শেয়ার।
কোম্পানিগুলো হলো- বিএটিবিসি, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন, রেনেটা, লাফার্জহোলসিম এবং লাভেলো আইস্ক্রিম। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সূচকের উত্থানের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রয়েছে বিএটিবিসির শেয়ার। গতকাল ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটি ১৩.৬১ পয়েন্ট যোগ করেছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটি সূচকে ৬.৮৮ পয়েন্ট যোগ করেছে। ৫.১৭ পয়েন্ট যোগ করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
অন্য কোম্পানিগুলোর মধ্যে ডিএসইর সূচকে বেক্সিমকো ফার্মা ৫.১৬ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক ৪.১২ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক ৩.৫৪ পয়েন্ট, গ্রামীণ ফোন ৩.৪১ পয়েন্ট, রেনেটা ৩.০৩ পয়েন্ট, লাফার্জহোলসিম ২.৬৮ পয়েন্ট এবং লাভেলো আইস্ক্রিম ১.৬১ পয়েন্ট যোগ করেছে।
লেনদেনের শীর্ষ ১০ : সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির আজ ৩৪ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রীম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার টাকার। ২৫ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইটি কনসালটান্টস, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন, আলিফ ইন্ডাস্ট্রিজ, কহিনুর কেমিক্যাল, বীচ হ্যাচারি এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
দরপতনের শীর্ষ ১০ : সপ্তাহের শেষ কর্মদিবস গত বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৩০০টির দর কমেছে। গতকাল রোববার সবচেয়ে বেশি দর কমেছে আইপিডিসি ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনে তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৭.৪৪ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দরপতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাটা সুর শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২৩ টাকা ৫০ পয়সা বা ৩.৭৭ শতাংশ। আর ২৩ টাকা ৫০ পয়সা বা ৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রেনেটা ফার্মা।
এছাড়া, গতকাল ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড পাওয়ারের ৩ শতাংশ, এডভেন্ট ফার্মা ২.৯৯ শতাংশ, ডমিনেজ স্টিলের ২.৯৯ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের ২.৯৮ শতাংশ দর কমেছে।