ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফের বিএসইসির চেয়ারম্যান হলেন শিবলী রুবাইয়াত

ফের বিএসইসির চেয়ারম্যান হলেন শিবলী রুবাইয়াত

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। গতকাল রোববার তার পুনর্নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর আগে ২০২০ সালের ১৭ মে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ৪ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। চুক্তি অনুযায়ী আগামী ১৬ মে তার মেয়াদ শেষ হবে।রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(৬) মোতাবেক ২০২৪ সালের ১৭ই মে থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ প্রদান করা হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত