সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে

প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর বেড়েছে ১৭ খাতে। দর কমেছে ১টি খাতের এবং ২ খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স ও ভ্রমণ ও অবকাশ খাতে। এই ২ খাতে ৬.৯০ শতাংশ করে দর বেড়েছে। ৪.০০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। একই সময়ে ৩.০০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে চামড়া খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে দর কমেছে- পাট খাতে ২.৪০ শতাংশ, সিমেন্ট খাতে ২.৩০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৭০ শতাংশ, ব্যাংক খাতে ১.৬০ শতাংশ, সিরামিক খাতে ১.৫০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৫০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৩০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.০০ শতাংশ, আর্থিক খাতে ০.৯০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৮০ শতাংশ, বিবিধ খাতে ০.৭০ শতাংশ, প্রকাশনা খাতে ০.৬০ শতাংশ এবং তথ্য ও প্রযুক্তি খাতে ০.৪০ শতাংশ দর বেড়েছে।