গত সপ্তাহে ডিএসইতে গড়ে লেনদেন ২৮ শতাংশ বেড়েছে

প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি প্রধান সূচকের উত্থান দেখা গেছে। তবে দৈনিক গড় লেনদেন ২৭ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ। আগের সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে ৪ কার্যদিবস লেনদেন হয়। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে মোট ৪১২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২২৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৪ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১৭টির। দৈনিক গড় লেনদেন হয় ৭০৫ কোটি ৯৩ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৯৮ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৭ দশমিক ৬৬ শতাংশ। গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ০১ শতাংশ। এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৭৫ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১৫৯ টাকায় হাতবদল হয়, যার সর্বশেষ দর ছিল ১৫৭ টাকা। দিনজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৫৫ টাকা ৪০ পয়সা থেকে ১৬৩ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। এদিন কোম্পানিটির মোট ৩৭ হাজার ৮৩৬টি শেয়ার মোট ৩৯৪ বার হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫৯ লাখ ৩০ হাজার টাকা। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১২৩ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ২৫৫ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।