জুয়েলারি শিল্পে বিপ্লব ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাজুসের

প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জুয়েলারি শিল্পে বিপ্লব ঘটাতে এ খাতের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল রংপুর জেলা শাখার মতবিনিময় সভায় বাজুসের সহ-সভাপতি সমিত ঘোষ অপু এ আহ্বান জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সায়েম সোবহান আনভীর বাজুস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর জুয়েলারি শিল্পে বিপ্লব ঘটেছে। বাজুস এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। বাজুস প্রেসিডেন্টের নেতৃত্বে জুয়েলারি শিল্প এগিয়ে যাবে বহুদূর।’

তিনি আরো বলেন, ‘এ ব্যবসাকে আরো শক্তিশালী করতে দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুসের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে আমরাও স্মার্ট জুয়েলারি ব্যবসায়ী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারব।’ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজুস রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন বাজুসের সহ-সম্পাদক মো. তাজুল ইসলাম লাভলু, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সালাম। বাজুসের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক সফর করছেন কেন্দ্রীয় নেতারা। এ সফরের অংশ হিসেবে গতকাল বগুড়ায়ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাজুসের সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন খোকন বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি শিল্পে বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে।