‘কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারকে কোনো ঋণ দেওয়া হচ্ছে না’
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় ব্যাংক থেকে এখন সরকারকে কোনো ঋণ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। গত রোববার রাজধানীর একটি হোটেলে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা জানান। গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে এখন সরকারকে কোনো ঋণ দেওয়া হচ্ছে না। আর বিভিন্ন জায়গা থেকে টাকা ছাপানোর ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এটা ভুল ধারণা। সরকারি ঋণের পুরোটাই বাণিজ্যিক ব্যাংক সরবরাহ করছে। তিনি বলেন, বিদ্যুৎ ও সারের জন্য সরকারি ভর্তুকির বিপরীতে সরকার বন্ড ইস্যু করেছে।
এই বন্ড ইস্যু না করলে দুই ধরনের সংকট তৈরি হতো। প্রথমত, যারা সরকারের কাছে টাকা পায় তাদের কোনো সমস্যা না থাকলেও খেলাপি হয়ে যাচ্ছিল। আরেকটি হলো ব্যাংক খাত এমনিতেই তারল্য সংকটে পড়েছে। বন্ড না দিলে তারল্য সংকট আরো বাড়ত।