শেয়ারবাজারে বিমার দাপট কমেছে সূচক-লেনদেন

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবারও দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা খাত। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৬ শতাংশ বিমা কোম্পানির শেয়ার দাম বেড়েছে। দাম বাড়ার ক্ষেত্রে বিমা কোম্পানিগুলো দাপট দেখালেও তার সঙ্গে তাল মেলাতে পারেনি অন্য খাতের প্রতিষ্ঠানগুলো। দাম বাড়ার দিকে বাকি খাতগুলোর বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। ফলে কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। এরপরও বাজারটিতে মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। সিএসইতে মূল্যসূচক ঊর্ধ্বমুখী রাখতে বড় ভূমিকা রেখেছে বিমা খাত। বাজারটিওত প্রায় সবকটি বিমা কোম্পানির শেয়ার দাম বেড়েছে। এর আগে টানা তিন কার্যদিবস দরপতন হওয়ার পর রোববার শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় দাপট দেখায় বিমা খাতে। বিমা খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার ইতিবাচক প্রভাব পড়ে অন্য খাতেও। ফলে ডিএসইতে সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি বাড়ে লেনদেনের পরিমাণ। এ পরিস্থিতিতে গতকাল সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ার মাধ্যমে। যার ইতিবাচক প্রভাব পড়ে অন্য খাতেও। ফলে লেনদেনের শুরুর দিকে দাম বাড়ার তালিকায় বেশিরভাগ প্রতিষ্ঠান থাকার পাশাপাশি মূল্যসূচকও ঊর্ধ্বমুখী থাকে।