ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সেঞ্চুরির পথে কাঁচা পেঁপের কেজি

সেঞ্চুরির পথে কাঁচা পেঁপের কেজি

সবজির ঊর্ধ্বমুখী বাজারে কম যাচ্ছে না পেঁপেও। দাম বাড়তে বাড়তে তা এখন সেঞ্চুরির পথে হাঁটছে। হঠাৎ করে এ সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁপের সরবরাহ কমে গেছে, তাই দাম বেশি।

সরবরাহ বাড়লে দাম কমে যাবে। গতকাল রোববার সরেজমিন কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অন্যান্য সময় বাজারে পেঁপের আধিক্য দেখা গেলেও আজ তার পরিমাণ কিছুটা কম। তাছাড়া চড়া দামের ফলে কমেছে বিক্রিও। মিলছে না সব দোকানেও।

পেঁপের দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, মৌসুমের শুরু হওয়ায় পেঁপে এখনো পরিপক্ব হয়নি, ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না। আড়তে আসা বেশিরভাগ পেঁপেই ছোট, যা পরিপক্ব নয়।

কারওয়ান বাজারের ব্যবসায়ী আমিনুল বলেন, চাষের যেসব পেঁপে রয়েছে সেগুলো এখনো বড় হয়নি। আর ছোট পেঁপে তো আসলে খুব একটা বিক্রি হয় না, তাই বাজারে এখন সরবরাহ কম। এ কারণে দামও বেড়েছে। আরেক ব্যবসায়ী মো. রাব্বী বলেন, বাজারে পেঁপের সরবরাহ কম থাকায় দাম বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত