বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) অঞ্চলে ২ কোটি ২৯ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান।
অর্থাৎ প্রতি ডলার ১১৭ টাকা করে ধরলে বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২৬৮ কোটি টাকা। স্যানশিন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেড নামে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে স্থাপিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ইন্টারলাইনিং এবং গার্মেন্টস এক্সেসরিজ কারখানা স্থাপন করবে।
এ বিষয়ে গত শনিবার ঢাকায় বেপজা কমপ্লেক্সে চুক্তি সই হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং স্যানশিন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেডের চেয়ারম্যান মিজ. লি লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি ইন্টারলাইনিং, লেইছ, টিসি পকেটিং, প্রিন্টিং, গ্র্যানিউল এবং হট মেল্ট এডহেসিভ পাউডার উৎপাদন করবে। কোম্পানিটিতে ২ হাজার ৩৪৬ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।