ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ ফাইন্যান্সের স্বীকৃতি অর্জন

বাংলাদেশ ফাইন্যান্সের স্বীকৃতি অর্জন

টেকসই ও সবুজ অর্থায়নে দৃঢ় প্রতিশ্রুতির জন্য বাংলাদেশ ফাইন্যান্স ‘বেস্ট ক্লাইমেট-ফোকাসড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড’ জিতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এনার্জি এবং গ্রীনটেক ফাউন্ডেশনের উদ্যোগে যৌথভাবে আয়োজিত জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলন ও গ্রিন এক্সপোর ২৪তম অধিবেশনে এই পুরস্কার তুলে দেয়া হয়।

গত ২৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এবং বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ভন লিন্ডের কাছে থেকে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার হামিদ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সিতেশ চন্দ্র বাছারসহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত