ই-পাসপোর্ট ব্যয় বাড়ল ১৭০ কোটি টাকা

প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

‘বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ প্রকল্পের ব্যয় আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে এই প্রকল্পের ব্যয় তৃতীয় দফায় বাড়ল। তিন দফায় ব্যয় বেড়েছে ১৭০ কোটি টাকার বেশি, বা ৫.১৯ শতাংশ। তৃতীয় দফায় প্রকল্পটির ব্যয় ৪৫ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মাধ্যমে প্রকল্পটির ব্যয়ে বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫১২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৯৭০ টাকা। গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব জানান, সুরক্ষা সেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ শীর্ষক প্রকল্পের অপারেশন সাপোর্টের তৃতীয় ভেরিয়েশন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে। তৃতীয় ভেরিয়েশন বাবদ ৪৬ লাখ ৫০ হাজার ইউরো, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৪৫ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকল্পটির সংশোধিত চুক্তি মূল্য দাঁড়িয়েছে তিন হাজার ৫১২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৯৭০ টাকা। জানা গেছে, প্রকল্পটির মূল চুক্তি মূল্য ছিল তিন হাজার ৩৩৮ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৩৯০ টাকা। প্রথম দফায় এর ব্যয় বাড়ানো হয় ৪০ লাখ ৯২ হাজার ৪৩৮ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৮৩৬ টাকা।

এরপর দ্বিতীয় দফায় প্রকল্পটির ব্যয় আরও ৯০ লাখ ৩০ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৮৮ কোটি ১১ লাখ ৯৯ হাজার ৭৭৪ টাকা বাড়ানো হয়। এখন তৃতীয় দফায় ব্যয় ৪৫ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা বাড়ানোর মাধ্যমে প্রকল্পটির ব্যয় মোট বাড়ল ১৭৩ কেটি ৪৩ লাখ ৩৭ হাজার ৫৮০ টাকা।