ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মে মাসে রপ্তানি আয় কমেছে ১৬ শতাংশ

মে মাসে রপ্তানি আয় কমেছে ১৬ শতাংশ

সুখবর নেই রপ্তানি আয়ে। গত মে মাসে দেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক শূন্য ছয় শতাংশ কমে চার দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গতকাল বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে। ইপিবির তথ্য অনুসারে, মে মাসের রপ্তানি লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের তুলনায় ২৩ দশমিক ৭৫ শতাংশ কম। তবে গত জুলাই থেকে মে প্রান্তিকে রপ্তানি কিছুটা বেড়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক শূন্য এক শতাংশ বেড়ে হয়েছে ৫১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে তিন দশমিক ৯৩ শতাংশ। ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রপ্তানিতে ৮৪ শতাংশের বেশি অবদান রাখা পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দুই দশমিক ৮৬ শতাংশ বেড়ে চার হাজার ৩৮৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত