ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ক্রেডিট গ্যারান্টি কার্যক্রম সংক্রান্ত শীর্ষক কর্মশালা

ক্রেডিট গ্যারান্টি কার্যক্রম সংক্রান্ত শীর্ষক কর্মশালা

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে Workshop on Credit Guarantee Information Management Szstem (CGIMS) গত মঙ্গলবার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৫৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিএমএসএমই বিভাগের প্রধানরা এবং ক্রেডিট গ্যারান্টি কার্যক্রম-সংক্রান্ত দায়িত্বের সাথে সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ক্রেডিট গ্যারান্টি-সংক্রান্ত সব কার্যক্রম অনলাইনের মাধ্যমে নিষ্পন্ন করার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গভর্নর মহোদয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কর্মশালাটির আয়োজন করা হয়। ক্রেডিট গ্যারান্টি কার্যক্রম তথা গ্যারান্টি রেজিস্ট্রেশন, গ্যারান্টি ফি ও অর্থ ব্যবস্থাপনা, রিপোর্টিং ও মনিটরিং এবং দাবি নিষ্পত্তিকরণ কার্যক্রমসমূহকে স্বংয়ক্রিয় পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষ্যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্টের সহযোগিতায় CGiMS সফটওয়্যার চালু করা হয়েছে। প্রাথমিকভাবে গ্যারান্টি রেজিস্ট্রেশন মডিউলটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য উন্মুক্ত করা হয়েছে। CGiMS সফটওয়্যারের মাধ্যমে নির্ভুলভাবে ও দ্রুততম সময়ে গ্যারান্টি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্টের পরিচালক আমির হোসেন পাঠান এবং ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান। কর্মশালায় CGiMS-এর উদ্দেশ্য, সুবিধা এবং বিভিন্ন মডিউলের ওপর ধারণা প্রদান করাসহ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ ধাপে ধাপে কীভাবে অনলাইনের মাধ্যমে গ্যারান্টি আবেদন দাখিল এবং ই-গ্যারান্টি লেটার ডাউনলোড করতে পারবে, সে বিষয়ে বিশদভাবে উপস্থাপনা প্রদান করেন ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক ড. চন্দন কুমার রায় এবং User creation ও User management সংক্রান্ত বিষয়ে ধারণা প্রদান করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক উত্তম কুমার রায়। কর্মশালাটি অত্যন্ত কার্যকর হয়েছে- মর্মে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন এবং কর্মশালালব্ধ জ্ঞান তাদের অনলাইনে নির্ভুল ক্রেডিট গ্যারান্টি আবেদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- মর্মে মতামত প্রদান করেন। ডেপুটি গভর্নর মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত