ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাব মডিউল বাস্তবায়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাব মডিউল বাস্তবায়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ও যুগ্মসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এস, এম, অজিয়র রহমানের সঞ্চালনায় iBAS++ Autonomous Body সাব মডিউল বাস্তবায়ন প্রশিক্ষণ কর্মশালা’ গতকাল গ্রীনরোডস্থ পানি ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা। বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট-২) মোঃ হাসানুল মতিন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।

কর্মশালায় পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মোহাম্মদ হাবীবুর রহমান, যুগ্ম সচিব মোঃ রবিউল আলম, যুগ্মসচিব মাহফুজা আকতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, প্রধান প্রকৌশলী মনিটরিং রফিকুল ইসলাম চৌবে, প্রধান প্রকৌশলী, কেন্দ্রীয় অঞ্চল মোঃ আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন প্রকৌশলী, বিভিন্ন শ্রেণিগুচ্ছের পরিচালকসহ প্রশিক্ষণের জন্য মনোনীত বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় iBAS++ ব্যবহার এর গুরুত্বের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বর্ণিত বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত