ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারের দুই কোম্পানি

ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারের দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও বস্ত্র খাতের দুটি কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া গেছে।

গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়। কোম্পানি দুটি হচ্ছে এবি ব্যাংক পিএলসি ও শাশা ডেনিমস লিমিটেড।

সূত্র অনুসারে, এবি ব্যাংকের ক্রেডিট রেটিং করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। দীর্ঘ মেয়াদে ব্যাংকটির রেটিং মান হচ্ছে এ+।

আর স্বল্প মেয়াদে এ ব্যাংকের রেটিং এসটি-২।

অন্যদিকে, শাশা ডেনিমসের ক্রেডিট রেটিং করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। দীর্ঘ মেয়াদে কোম্পানিটির রেটিং মান হচ্ছে এএ৩। আর স্বল্প মেয়াদে এ ব্যাংকের রেটিং এসটি-২।

কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে আর্থিক সক্ষমতা বা ঋণ দেওয়া হলে সেটা ঠিক সময়ে পরিশোধ করার ক্ষমতা কতটা আছে, সেটাই ক্রেডিট রেটিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়।

ক্রেডিট রেটিংয়ের মাধ্যমে আর্থিক সক্ষমতা, অতীত ইতিহাসের ভিত্তিকে প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত