সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষায় ৩৫ কোটি টাকা অনুদান জাপানের

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিসিএস ক্যাডার কর্মকর্তা, জুডিশিয়াল সার্ভিস, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তাদের উচ্চশিক্ষার জন্য ৩৫ কোটি ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে জাপান সরকার। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নের লক্ষ্যে এ অনুদান দিয়েছে দেশটি। গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ সই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বাস্তবায়নাধীন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রজেক্ট (জেডিএস) শীর্ষক প্রকল্পের আওতায় অনুদান দিয়েছে জাপান। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী চুক্তিতে সই করেন। জাপান সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির ‘বিনিময় নোট’ এবং ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদ ‘অনুদান চুক্তি’ সই করেন। জেডিএস শীর্ষক প্রকল্পটি ২০০১ থেকে ২০২৫ পর্যন্ত মেয়াদে চলমান রয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো এ যাবত প্রকল্পের আওতায় ৪৪২ জন কর্মকর্তা মাস্টার্স ও সাতজন কর্মকর্তা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। কর্মকর্তারা ডিগ্রি অর্জন শেষে দেশে প্রত্যাবর্তন করে স্ব-স্ব ক্ষেত্রে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন। দ্বিপাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ যাবত জাপান সরকার ৩২ দশমিক ৩৭ বিলিয়ন ইউএস ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নমনীয় ঋণ ছাড়া জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা দিচ্ছে, যার মধ্যে মানবসম্পদ উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য।