ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চুনকুড়ি সেতু নির্মাণে ২৬০ কোটি টাকা দিয়েছে কুয়েত

চুনকুড়ি সেতু নির্মাণে ২৬০ কোটি টাকা দিয়েছে কুয়েত

খুলনার চুনকুড়ি সেতু নির্মাণে ২৬০ টাকা ঋণ দিয়েছে কুয়েত সরকার। বাংলাদেশ সরকার ও কুয়েত ফান্ড ফর অ্যারাব ইকোনমিক ডেভেলপমেন্টের (কেএফএইডি) মধ্যে ‘চুনকুড়ি সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ২২ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৬০ কোটি টাকা (প্রতি ডলার সমান ১১৭ টাকা ৫১ পয়সা ধরে)। গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কেএফএইডি’র পক্ষে ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়ালিদ আল বাহার ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। ইআরডি জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সড়ক ও জনপদ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের উদ্দেশ্য হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উপজেলা পর্যায়ে নিরবচ্ছিন্ন সড়ক নেটওয়ার্ক উন্নয়ন করা এবং উল্লিখিত সেতু ও অ্যাপ্রোচ রোড নির্মাণের মাধ্যমে দাকোপ, বটিয়াঘাটা ও খুলনার মধ্যে যাতায়াতকে আরো সুবিধাজনক ও দ্রুততর করা। প্রকল্পটি সুন্দরবন-সংলগ্ন এলাকার অর্থনৈতিক ও পর্যটন শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। কেএফএইডি ১৯৭৪ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন খাতের প্রকল্পে নমনীয় ঋণ সহায়তা প্রদান করে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত